ইয়েমেনের কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সৌদি আরবের যুদ্ধবিমানগুলো ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর পর সৌদি আরব এই বোমাবর্ষণ করল।
ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া দীর্ঘ যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় ভূমিকা রেখে আসছে।এরই প্রতিশোধ হিসেবে আবুধাবির কৌশলগত কয়েকটি স্থাপনায় হামলা চালায় ইয়েমেনি সেনারা।হুথি বিদ্রোহীরাও এ হামলার দায় স্বীকার করেছে। ড্রোন হামলার কারণে রাজধানী আবু ধাবির দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবু ধাবির পুলিশ জানায় বাণিজ্যিক এলাকা মুসাফ্ফারের কাছে তিনটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এছাড়া আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ সাইটের কাছেও আগুন লেগেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি নাগরিক।