ইরফান সেলিমের জামিন মঞ্জুর
- আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত হওয়া কমিশনার ইরফান সেলিমের জামিন মঞ্জুর করেছে আদালত।
বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে রেবের ভ্রাম্যমাণ আদালত তাকে দুটি মামলায় এক বছর ও ছয় মাসের কারাদণ্ড দেন। উভয় মামলায় তাকে জামিন দিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পী। এর আগে রেবের ভ্রাম্যমাণ আদালত মাদক মামলায় এক বছরের জেল ও ওয়াকিটকি রাখার মামলায় ছয় মাসের জেল দিয়েছিল ইরফানকে। গেল ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার একটি মামলা হয়। নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামীরা হলেন- ইরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দীপু ও গাড়িচালক মিজানুরসহ অজ্ঞাত আরও দু’তিন জন।