ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পর ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষে ইরাকের মাটি ছেড়ে আসবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সেনারা। হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমির সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত থাকবে। গত সোমবার বাইডেনের সঙ্গে খাদেমির বৈঠক হয়। বৈঠকে ইরাকে আর বিদেশি যুদ্ধসেনার প্রয়োজন নেই বলে বাইডেনের কাছে তুলে ধরেন ইরাকি প্রধানমন্ত্রী। ইরাকি প্রধানমন্ত্রী বলেন, এখন তাদের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। ইরাকে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবিলায় স্থানীয় বাহিনীগুলোকে সহায়তা করছে।