ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্রবন্দর বুশেহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্রবন্দর বুশেহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে নির্মাণাধীন ৭টি জাহাজ পুড়ে গেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইবি জানায়, এখন পর্যন্ত আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ইরানের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্রটি ঘটনাস্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। গত কয়েক সপ্তাহে ইরানে বেশ কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সেনাঘাঁটিতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।যদিও ইরানের দাবি, গ্যাস লাইন লিক করে এ বিস্ফোরণ হয়েছে। তবে গুরুত্বপূর্ণ দুটি সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণের ঘটনার পেছনে ইসরাইলের যুক্ত থাকার বিষয়টি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে।