ইরানের হামলার উপযুক্ত জবাব দেয়ার হঁশিয়ারি রেভল্যুশনারি গার্ডস প্রধানের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হামলার বিপরীতে উপযুক্ত জবাব দেয়ার হঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডস প্রধান। জানান জনগণের স্বার্থে যেকোন ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত ইরান।
সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলার পর সাময়িকভাবে স্থগিত থাকা বিমান চলাচল স্বাভাবিক হয়েছে ইরানে। শনিবার ইসরায়েলি হামলার মুখে বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের পর সিরিয়াতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরেই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি।