ইলিশসহ সবধরনের মাছ শিকার নিষিদ্ধের সময়সীমা শেষ হওয়ায় জেলেরা প্রস্তুত ইলিশ শিকারে নামতে
- আপডেট সময় : ০৮:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আজ রাত ১২টায় বরিশালসহ দেশের ৬টি অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ শিকার নিষিদ্ধের সময়সীমা শেষ হওয়ায় জেলেরা প্রস্তুত ইলিশ শিকারে নামতে। নিষিদ্ধকালীন সময় জাটকা শিকার না হলে প্রতি একশ’ মিটার জালে ঘন্টায় ৫০টি ইলিশ উঠে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। আর এ সময় সাগর ও নদীতে কম ইলিশ থাকায় অভয়াশ্রম থেকে বড় সাইজের ইলিশ শিকার করে ভালো মূল্য পাওয়ার আশা করছেন জেলেরা।
প্রতি বছর মার্চ ও এপ্রিল এ দুই মাস গভীর সমুদ্রে থাকা জাটকা ইলিশ শ্যাওলা জাতীয় খাদ্য খেতে অভয়াশ্রমে চলে আসে। এ সময় ৬টি অভয়াশ্রমের ৫শ’কিলোমিটার এলাকায় জাটকা তাদের আবাসস্থল গড়ে তোলে। ওই দুই মাস মাছ ধরা বন্ধ রাখতে পারলে জাটকা বড় সাইজের ইলিশে রূপ নেয়। এতে করে গবেষনায় অভয়াশ্রম থেকে যে পরিমাণ ইলিশপ্রাপ্তির বিষয় উঠে এসেছে সেভাবেই পাওয়া সম্ভব। আর বরিশাল বিভাগের ৩জেলাসহ দেশের ৬টি অভয়াশ্রম ঘিরে রয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৭৮ জেলে পরিবার।
অভয়াশ্রম সম্পর্কে জেলেদের সচেতন করা সম্ভব হলে এখান থেকেই টনকে টন ইলিশ আহরন সম্ভব হবে, বললেন ক্রেতারা। ইলিশের অভয়াশ্রম সম্পর্কে জেলেরা তেমন একটা সচেতন নয় স্বীকার করে এ মৎস্য কর্মকর্তা বললেন, আগামীতে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধি করে এ অবস্থার পরিবর্তন আনার চেষ্টা থাকবে।
মাছ ধরা নিষিদ্ধকালীন সময় ষষ্ঠ অভয়াশ্রমে ৩৭১টি অভিযানের মাধ্যমে ২৯৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। জরিমানা আদায় করা হয় আড়াই লাখ টাকা। এছাড়া জাটকা ও অন্যান্য মাছসহ ৪০ মেট্রিক টন মাছ জব্দ এবং ২০ লাখ মিটার অবৈধ জাল আগুনে ধ্বংস করা হয়।