ইসরাইলকে স্বীকৃতি দিয়ে সাইবার টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইসরাইলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্থাপনের পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান- মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এক সম্মেলনে এ তথ্য জানান। সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চালানো হচ্ছে বলে জানান তিনি। তবে এই দুস্কৃতিকারী কারা এবং তাদের কোনো হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হামাদ। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে বলে জানান আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের এই প্রধান। সাধারণত এ ধরনের হামলা আগে ইরান থেকে হয়ে থাকলেও সাম্প্রতিক হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে বলতে পারেননি।