ইসরাইলি প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ০৮:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
লকডাউন ভেঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার নাগরিক। দেশটিতে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণার একদিন পরেই বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসার সামনে জড়ো হয়ে বিক্ষাভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্রিজ ও রাস্তার সংযোগস্থলেও অবরোধ করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, করোনা নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছেন দুর্নীতিবাজ নেতানিয়াহু। এর মধ্যেই দ্বিতীয় দফা লকডাউন। সব মিলিয়ে নেতানিয়াহুর অযোগ্যতাকেই দায়ী করেন আন্দোলনকারীরা। ১৮ সেপ্টেম্বর ইসরাইলে করোনা ঠেকাতে আবার লকডাউন ঘোষণা করা হয়। শুক্রবার আরো কড়াকড়ি আরোপ করে দেশটি। এই কড়াকড়ির কারণে শহর জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়। যানজটে জনভোগান্তি আরো বেড়েছে। লকডাউনের সময় জনসমাগম নিষিদ্ধ করা হলেও বিক্ষোভকারীরা সেটা অমান্য করে নেতানিয়াহুর বাসার সামনেই জড়ো হয়। বিক্ষোভকারীদের দাবি লকডাউন ও কড়াকড়ি তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।