ইসরাইলি প্রেসিডেন্টের মসজিদে অনুপ্রবেশের ঘটনায় ওআইসি’র নিন্দা
- আপডেট সময় : ০১:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের অনুপ্রবেশের ঘটনায় আরব লিগের পর এবার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি। এক বিবৃতিতে জেদ্দাভিত্তিক মুসলিম রাষ্ট্রগুলোর এ সংস্থা ইহুদিবাদীদের এ ন্যক্কারজনক ধর্মবিদ্বেষী আচরণের গভীর নিন্দা জানিয়েছে।
ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হেফথি আবু স্নেইনা বলেন, ঐতিহাসিক এ মসজিদটিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ইসরাইলি সেনারা প্রবেশ করে মুসল্লিদের বের করে দেয়। রোববার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়েন।
সেখানে ইহুদি উৎসব হানক্কিহ উপলক্ষ্যে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরও ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবর তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়।