ই’সরাইলের অস্ত্র দিয়েই ই’সরাইলি সেনাদের ওপর হা’মলা
- আপডেট সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
ই’সরাইলের ব্যবহৃত অ’স্ত্র দিয়েই ইসরাইলি সেনাদের ওপর সফল হা’মলা চালিয়েছে গাজায় ফিলিস্তিনি প্র’তিরোধ গ্রুপ হা’মাসের আ’ল-কু’দস ব্রি’গেডের যো’দ্ধারা। এতে চার ই’সরাইলি সে’না নি’হত ও আ’হত হয়েছে আরও পাঁচ সেনা। ই’সরাইলের অ’স্ত্র দিয়ে তাদের ওপর হা’মাসের আ’ল-কু’দস ব্রি’গেডের যো’দ্ধারা হাম’লা চালালে এই হ’তাহতের ঘটনা ঘটে।
ফি’লিস্তিনি ইসলামিক জি’হাদ গ্রু’পের সশ’স্ত্র ইউনিট আ’ল-কু’দস ব্রি’গেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ই’সরাইলি সেনা নিহ’ত এবং পাঁচজন আহ’ত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা ইম্প্রুভাইজড এ’ক্সপ্লোসিভ ডিভাইস এবং অবি’স্ফোরিত এফ-১৬ ক্ষে’পণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে।
ফি’লিস্তিনি প্রতি’রোধ আন্দোলন হা’মাসের স’শস্ত্র শাখা কা’সাম ব্রি’গেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাং’ক র’কেট এবং ছোট অ’স্ত্র দিয়ে ই’সরাইলি বাহিনীর মধ্যে মৃ’ত্যু ও হ’তাহত সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার ওই এলাকায় ই’সরাইল নতুন করে হা’মলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ই’সরাইলি বা’হিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামা’সকে তারা পুরোপুরি গুঁ’ড়িয়ে দিয়েছে।