ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র উন্নয়নে মার্কিন সরকারে অর্থ জোগানের বিরোধিতা রন্ড পলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোমের উন্নয়নে মার্কিন সরকার থেকে অর্থ জোগান দেওয়ার বিরোধিতা করেছেন রিপাবলিকান দলের সিনেট রন্ড পল।
এর আগেও তিনি একাধিকবার ইহুদিবাদী দেশটিকে অর্থায়ন বন্ধ করেছেন। আমেরিকার কানেকটিকাট থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের ইসরাইলপন্থি সিনেটর রিচার্ড বলুমেন্থাল ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার আহ্বান জানায় । ইসরাইলের জন্য বিগত বছরগুলোতে আমেরিকা ১০ হাজার কোটি ডলার ব্যয় করেছে। এছাড়াও তিনি ইসরাইলের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গোপন তথ্য ফাঁস করে বলেন, আমেরিকা ইসরাইলের তেলআবিবের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ৭০০ কোটি ডলার জোগান দিয়েছে।