ইসরায়েলকে সমর্থন জানালো বাইডেন
- আপডেট সময় : ১০:১৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আত্মরক্ষায় যে কোন হামলা ঠেকাতে পাল্টা উত্তর দিতে পারে ইসরাইল, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সঙ্গে ফোনালাপে এ কথা বলেন বাইডেন। আর হামলা থামাতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও বলেন মার্কিন প্রেসিডেন্ট।
শনিবার তিনি তাঁদের সঙ্গে পৃথক ফোনালাপ করেন বলে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের অধিকারের প্রতি তাঁর প্রশাসনের একনিষ্ঠ সমর্থনের কথা জানিয়েছেন। তবে দুই দেশের মধ্যে চলমান লড়াইয়ে শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যু এবং গণমাধ্যমের কার্যালয় ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন। অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেন, ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে হামাস যেন রকেট হামলা বন্ধ করে। এ সময় তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বাইডেন হামাসের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলেননি। আজ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার লড়াই নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।