ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশুসহ ২০ ফিলিস্তিনি নিহত

- আপডেট সময় : ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার বিকেলে গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়। এরপর সন্ধ্যার দিকে ইসরায়েলের বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে সিরিজ বিমান হামলা চালায়। এতে ২০ জন নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, যারা ইসরায়েলে আক্রমণ করবে, তাদের অবশ্যই চড়া মূল্য দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা এবং সংঘাত কমাতে আহবান জানায়। এই হামলার পর জরুরি বৈঠক করে জাতিসংঘের নিরপত্তা পরিষদ। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং জাররাহ এলাকায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের চরম উত্তেজনা চলছে।