ইসরায়েলে অবসান ঘটতে যাচ্ছে দুর্নীতিবাজ নেতানিয়াহু অধ্যায়ের
- আপডেট সময় : ০৭:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী- দুর্নীতিবাজ বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে জোট গঠন করেছে বিরোধীরা। ফলে অবসান ঘটতে যাচ্ছে এক যুগ ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু সরকারের। রাজনৈতিক মতাদর্শের মিল খুব সামান্য হলেও প্রত্যেকেই নেতানিয়াহুর শাসনের অবসান চাইছেন। নেতানিয়াহু তিন দফায় প্রধানমন্ত্রিত্ব ভাগ করে নেয়ার প্রস্তাব দিলেও ফিরিয়ে দিয়েছে লাপিড জোট।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরকে ক্ষমতাচ্যুত করার চুক্তি প্রায় চূড়ান্ত করে এনেছে দেশটির বিরোধী দলগুলো। ইসরায়েলের মধ্যপন্থী দল- ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড– জোট সরকার গঠনের লক্ষ্যে জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তির বিষয়টি স্পষ্ট করেছে। রোববার এই চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে বেনেটের দল, যাদের ছয়টি আসন ইসরায়েলে জোট সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ। গত মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে আসনের দিক দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল- লিকুদ পার্টির পরেই রয়েছে লাপিডের দল- ইয়েস আতিদ। লাপিডকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেয়া হয়েছিল। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ১১ দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।