ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে- হামাস
- আপডেট সময় : ০৮:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন- হামাস। সংগঠনটির অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু স্থানীয় একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, জেরুজালেমের শেখ জাররাহ থেকে ফিলিস্তিনীদের উচ্ছেদ এবং আল-আকসা মসজিদকে বিভক্ত করে সেটিকে ইহুদীকরণের চেষ্টা হলে মুসলমানরা তার জবাব দিতে প্রস্তুত। এদিকে, গাজায় বিশাল সামরিক মহড়া চালিয়েছে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেডস। শত শত যোদ্ধা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে গাজার রাজপথে প্রকাশ্যে মহড়া দেন। মহড়ায় সাম্প্রতিক লড়াইয়ে নিহত হামাসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অন্যদিকে ফিলিস্তিনের হামাস নেতাদের হত্যা করে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের অর্থমন্ত্রী ইয়াসরাইল কার্তজ। তিনি বলেন, গাজা থেকে আবার কোনো রকেট হামলা হলে হামাস নেতাদের হত্যা করা হবে। ইসরাইলের একটি রেডিও স্টেশন থেকে গাজার হামাস নেতাদের উদ্দেশ্যে এ হুমকি দিয়ে কার্তজ আরও বলেন, গাজার পুর্নগঠনের বিষয়টি শর্তসাপেক্ষ। যেসব ইসরাইলি সেনা ফিলিস্তিনি অঞ্চলে নিখোঁজ রয়েছে, তাদেরকে ফিরিয়ে দেয়ার পরেই গাজা পুর্নগঠন করা যাবে বলে মন্তব্য করেন তিনি।