ইসলামের নামে জঙ্গীবাদ- ধর্মের অবমাননা ছাড়া কিছুই নয় : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের নামে জঙ্গিবাদ, ধর্মের অবমাননা ছাড়া আর কিছুই নয়। ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি।
দেশব্যাপী ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রমজানে খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয়া গর্হিত কাজ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। খাদ্যে ভেজাল ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
নিজস্ব অর্থায়নে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে বর্তমান সরকার। এই প্রকল্পের অংশ হিসেবে ইতিপূর্বে দুই ধাপে ১০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৃতীয় ধাপে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ইসলাম নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সে উদ্যোগ নিয়েছে সরকার। মডেল সমজিদ নির্মানের মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস থেকে দুরে থাকবে তরুন সমাজ।
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি বলেও জানান সরকার প্রধান। রমজান মাস এলে দেশের ব্যবসায়ীরা খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, যা গর্হিত কাজ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পরে বরিশালের আগৈলঝাড়া, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, পঞ্চগড়ের তেঁতুলিয়ার মডেল মসজিদের সঙ্গে যুক্ত হয়ে ইমাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা।