ইসির পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিএনপি’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইসির পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এ সিদ্ধান্ত মেনে সারাদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এদিকে, একই দাবিতে নাটোরের কর্মসূচিতে পুলিশ বাধা দিলে বিক্ষোভ সমাবেশ করতে পারেনি জেলা বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে ডাকা কর্মসূচি পালিত হয় মহানগর, জেলা পর্যায়ে।
বরিশালে মানববন্ধন করেছে জেলা ও মহানগর বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা। নগরীর সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সকালে নাটোর বিএনপি’র উদ্যোগে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয় যায়। উপায়ন্তু না দেখে, দলীয় কার্যালয়ের সামনেই আলোচনা সভা শুরু করেন জেলা বিএনপির নেতারা। এসময় তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনের নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।
সুষ্ঠু নির্বাচনের জন্য কাউন্সিল গঠন করার দাবি জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি।
নির্বাচন কমিশন বাতিলের দাবিতে প্রেসকাবের সামনের ঘন্টাব্যাপী মানববন্ধনে, দেশে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আহবান জানান কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা।
দেশব্যাপী পৌরসভা নির্বাচনে অনিয়ম নির্বাচন কমিশনের ব্যর্থতার পরিচয় এমন অভিযোগ এনে কমিশনের পদত্যাগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে সামনের কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়কসহ অনেকে।