ইয়েমেনের একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬০ সেনা সদস্য নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
ইয়েমেনের একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৬০ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েক জন।
ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় শনিবার ইয়েমেনের মারিব শহরের একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এই হামলায় নিহত হন ৬০ জন আহত হন আরো বেশ কয়েকজন। তবে এই হামলার দায় স্বীকার করেনি হুথিরা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই করছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশটির রাজধানী সানাসহ ইয়েমেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ রয়েছে হুথি বিদ্রোহীদের কাছে। হুতিদের দাবি তারা ইয়েমেনে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছে।