ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মীর মধ্যে একজন বাংলাদেশি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত জাতিসংঘের পাঁচ কর্মীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিকের নাম এ কে এম সুফিউল আনাম।
শুক্রবার কাজ শেষে অ্যাডেনে ফেরার সময় জাতিসংঘের ৫ কর্মী অপহৃত হন। সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনাম ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকিরা ইয়েমেনেরই নাগরিক। স্থানীয় একটি গোষ্ঠী তাদের অপহরণ করেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তাঁদের মুক্তির জন্য ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।