ই-ক্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সম্প্রতি ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই–ক্যাব) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রীটিপু মুনশি, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান, উপসচিব সাইদ আলী, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, স্টার্ট আপ বাংলাদেশ এর এমডি সামি আহমেদ।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সকলের সাথে মাহে রমযানের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ই–কমার্স খাতে সমস্যা থেকে উত্তরণে সরকারের সদিচ্ছার কথা ব্যক্তকরেন। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ করোনাকালীন সময়ে ই–কমার্স খাতের প্রবৃদ্ধি ও এই খাতের সেবার কথা বলেন।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে ই–ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে ই–ক্যাবের কার্যনির্বাহী পরিষদ সদস্যরা ই–ক্যাবের বিগত ২ বছরের বিভিন্নকার্যক্রম তুলে ধরেন। বিশেষ করে করোনা পেন্ডামিকের সময় মানুষের পাশে থেকে নিত্যপণ্য সরবরাহ সেবা সচল রাখার জন্য ই–ক্যাব প্রেসিডেন্ট সকলসদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
ই–ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও ডাক বিভাগসহ সরকারের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান যেভাবে পর্যায়ক্রমে ই–কমার্স সেক্টরকে সহযোগিতা করে যাচ্ছে এতে করে ভবিষ্যতে এই খাতের প্রতিবন্ধকতাগুলো পেরিয়ে ই–ক্যাব আরো বড়োঅর্জন করতে পারবে। ই–ক্যাবকে পর পর ২ বার ডিজিটাল কমার্স পুরষ্কার প্রদান করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং এই পুরষ্কার তিনি সকলসদস্যকে উৎসর্গ করেন।’
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহসিন মাশকুর, খতিব, জিএমজি জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। অনুষ্ঠানেপ্লাটিনাম স্পন্সর ছিল ফুডপান্ডা, গোল্ড স্পন্সর ওয়ালকার্ট ও শপআপ এবং সিলভার স্পন্সর ছিলো যাচাই ডট কম ও পেপারফ্লাই। ফুডপান্ডার সিইওসৈয়দা আম্বারিন রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।