ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গরুবাহী ট্রাকের চাপ
- আপডেট সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বেড়েছে গরুবাহী ট্রাকের চাপ। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। অন্যদিকে শিমুলিয়া-বাংলাজার ও পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটেও রয়েছে গ্রামমুখী মানুষের ঢল। সংক্রমণের ঝুঁকি আর শঙ্কার মধ্যেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন তারা।
ঘরমুখী মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় দফায়-দফায় বন্ধ রাখতে বাধ্য হয় সেতু কর্তৃপক্ষ। ফলে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কঠোর বিধিনিষেধ শিথিলের তৃতীয় দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দুপুরের পর থেকে আবার যানজট তৈরি হয়। সময় যত গড়াচ্ছে ১৪ কিলোমিটার যানজটের পরিধিও তত বাড়ছে। সড়কের অবস্থা স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে বাড়ছে যানবাহনের সংখ্যা। দূরপাল্লার গাড়িতে মাস্কের ব্যবহার দেখা গেলেও এ বিষয়ে উদাসীন ছোট ছোট যানবাহনের ড্রাইভার ও কর্মচারীরা।
নৌপথেও বাড়ি ফিরছেন অনেকে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌপথেও দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল। নদী পার হতে ঘাট এলাকায় ভীড় বেড়েছে যাত্রীদের।
ঈদে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও । যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে ঘাট এলাকায়। লঞ্চেও ছিলো লোকে লোকারণ্য। সংক্রমণের ঝূঁকি নিয়েই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন সবাই।