ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী ও ফেনীর খামারীরা
- আপডেট সময় : ০৯:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে রাজবাড়ী ও ফেনীর খামারীরা। গরুর বাহারী নাম রেখে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকে। তবে, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লাভ নিয়ে চিন্তিত তারা।
ফেনীর সোনাগাজীর কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। দুটি প্রায় আট ফিট লম্বা ও ৩৪ মন ওজনের শান্ত প্রকৃতির ষাঁড়ের নাম ‘বস ও বাদশা’। এর মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লক্ষ টাকা।
জেলার খামারিরা ভ্যাকসিন দেয়া সহ প্রকৃতিক ভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা
রাজবাড়ীর কালুখালী উপজেলার কয়েকটি ডেইরি ফার্মে গিয়ে দেখা যায়, গরু নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারীরা। সম্প্রতি গো-খাদ্যের দাম বেড়ে গেছে। যে কারণে কোরবানীর হাটে গরু বিক্রি করে কতটা লাভ হবে তা নিয়ে সংশয় আছে।
এবার কোরবানী উপলক্ষে জেলার ৮ হাজার ২৯৬টি খামারে ৩৬ হাজার ৫৭৭টি গরু ছাগল ভেড়া মহিষ প্রস্তুত আছে। প্রাণিসম্পদ অফিসের পরামর্শে আধুনিক পদ্ধতিতে পশু গুলোকে হৃষ্টপুষ্ট করা হয়েছে।
সবার প্রত্যাশা এবারের ঈদে ক্রেতা বিক্রেতা উপযুক্ত দামে পশু বেচা কেনা করতে পারবে।