ঈদযাত্রায় সড়কে নিহত ৪১৬ : আহত ৮৪৪
- আপডেট সময় : ০৬:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৮৪৪ জন । সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে সড়ক দুর্ঘটনা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যুর হার ২২ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে ।একই সময়ে ২৭টি রেল দুর্ঘটনায় ২৫ জন ও দুটি নৌ-দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে ।
এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এই সংবাদ সম্মেলন।
যাত্রী কল্যাণ সমিতির মনিটরিং সেল বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে
ঈদযাত্রায় মাত্র ১৫ দিনে সড়কে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১৬ জন নিহত হয় আর আহত হয় ৮৪৪ জন।
সংবাদ সম্মেলনে বুয়েট অধ্যাপক হাদিউজ্জামান বলেন, ঈদে বরাবরের মতো এবারও শীর্ষে আছে মোটরসাইকেল দুর্ঘটনা। ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৫ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৪ দশমিক শূন্য ৮ শতাংশ ও মোট মৃত্যুর ৩৪ দশমিক ৮৫ শতাংশ।
মোটরসাইকেল কখনো গণপরিবহনের বিকল্প হতে পারে না বলেও জানান, বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান।