ঈদশেষে ঢাকায় ফেরার দুর্ভোগ
- আপডেট সময় : ০৮:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
এবারের ঈদযাত্রা, আর ঈদশেষে ঢাকায় ফেরার দুর্ভোগ– কোনোটাই পিছু ছাড়েনি নিম্ন আয়ের মানুষদের। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতেও পরতে হচ্ছে নানা বিরম্বনায়। একদিকে তীব্র তাপদাহ অন্যদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ফলে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায়, এমনকি অনেকটা পথ পাঁয়ে হেটেই রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। এছাড়াও ঢাকার আশপাশের জেলার গাড়ি রাজধানীতে ঢুকতে না দেয়ার ক্ষোভ জানায় যাত্রীরা। তবে যাত্রীদের অভিযোগ টাকার বিনিময়ে কিছু গাড়ি ঢাকায় ঢুকতে দিচ্ছে পুলিশ।
মোহাম্মাদ শহিদুল ইসলাম। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন ঢাকায়। করেন দিনমজুরের কাজ। বাড়িতে বৃদ্ধ মা-বাবা থাকায় ঈদের ছুটিতে যান গ্রামের বাড়ি ময়মনসিংহে। তবে লকডাউনের কারণে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে যেতে আসতে জমানো পুরো টাকাই শেষ তার।
এই শহিদুল ইসলামের মত হাজারো শহিদুল ইসলামের দুঃখ-দুর্দশার সাক্ষী এবারের ঈদ। গণপরিবহন বন্ধ রেখে সব কিছু খোলা রাখায় ক্ষোভ জানান তারা
এদিকে লকডাউন এর কারণে গাজীপুর থেকে রাজধানীতে কোন গাড়ি ঢুকতে দেয়নি পুলিশ। ফলে ঢাকা ফেরত যাত্রীদের প্রায় দুই থেকে তিন মাইল পায়ে হেঁটে আসতে হয় আব্দুল্লাহপুর। এতে করে দুর্ভোগ বেড়ে যায় আরো কয়েকগুন।
যাত্রীদের অভিযোগ অনেক গাড়ি টঙ্গী স্টেশন রোড থেকে ঘুরিয়ে দিলেও কিছু কিছু গাড়ি ঢাকায় ঢুকতে দেয় পুলিশ।
তবে এ অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করে এই কর্মকর্তা