ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আপডেট সময় : ০৩:৪২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ২০২২ বার পড়া হয়েছে
কাল পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। এছাড়া রাজধানীর সব মসজিদে মসজিদে সকাল সাতটা থেকে শুরু করে ৯টা পর্যন্ত দফায় দফায় আদায় হবে ঈদের নামাজ। পরিস্থিতি পর্যবেক্ষণসহ পাঁচ স্তরের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য প্রস্তুত থাকবে। জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা দেখে এসব কথা জানান ডিএমপি কমিশনার ও রেবের মহাপরিচালক।
ঈদুল আযাহার নামাজের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়। এতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সঙ্গে থাকবেন প্রধান বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টরা। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সুপ্রিমকোর্টের বিচারপতি, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা এখানেই ঈদের নামাজ আদায় করবেন।
নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। এসময় নিরাপত্তা মহড়া করে সিটিটিসির বোম্ ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ ডিএমপির অন্যান্য ইউনিট।
ডিএমপি কমিশনার জানান, কোনো হামলার শঙ্কা না থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ বলয় তৈরি করা হয়েছে।
জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন রেবের মহাপরিচালক হারুনুর রশিদ।
পরিদর্শস শেষে তিনি জানান, কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে গোয়েন্দা নজরদারি করছে রেব। যে কোনো গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে বলেও জানান র্যাবের ডিজি।
শুধু জাতীয় ঈদগাহ নয়, সারাদেশের ঈদগাহ ও মসজিদের নিরাপত্তায় অন্য বাহিনীর সাথে সমন্বয় করে রেব কাজ করবে বলে জানান ব্যারিস্টার হারুন অর রশিদ।