ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আপডেট সময় : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। দুপুরে জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন, রাষ্ট্রপতি, মন্ত্রী, সংসদ সদস্যসহ দেশী-বিদেশী কূটনৈতিকরা এই ঈদ জামাতে অংশ নেবেন। আয়োজন নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ও দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান মেয়র।
মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতরের সবচেয়ে বড় উৎসব ঈদ জামাত। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সুপ্রিমকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠের প্রস্তুতি ঘুরে দেখে ঢাকা দক্ষিণ সিটি মেয়র বলেন, নারী-পুরুষ মিলিয়ে মোট ৩৫ হাজার মুসল্লির জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান।
তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের জন্য বিশিষ্টজনদের নিরপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।