ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এর আগে গতকাল রাজধানীর রেলভবনে ‘ঈদ উপলক্ষ্যে ট্রেন পরিচালনা’ সংক্রান্ত সভায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়। ৭ এপ্রিল দেয়া হবে ১৭ এপ্রিলের টিকিট। মোট ৫ দিন ঈদের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল থেকে। বাড়তি চাপ সামলাতে থাকবে ১০ জোড়া স্পেশাল ট্রেন। সেই সঙ্গে শিডিউল বিপর্যয় ঠেকাতে রেলবহরে যুক্ত হবে ১০টি বাড়তি ইঞ্জিন।