ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় আজ থেকে এক ঘণ্টা বাড়ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় আজ থেকে এক ঘণ্টা বাড়ছে। রাত ১০টা ১৪ মিনিট পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
জানা গেছে, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে এতদিন রাত ৮টায় সবশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেত। এখন তা রাত ৯টা ৪০ মিনিটে মতিঝিল স্টেশন ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে। এ ছাড়া ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন থেকে পূর্বের নিয়ম অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।