ঈদের আগেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক ব্যবস্থা করা হবে : সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৭:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ঈদের আগেই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে বঙ্গবাজারের ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এমন তথ্য জানান তিনি।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেতে তালিকা প্রণয়নের নির্দেশ দেন তিনি। কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই তালিকা তৈরী করা হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় ৩শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩ জনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
রুজি রোজগারের সব পথ বন্ধ। তবুও আগুনে পুড়ে যাওয়া কর্মসংস্থানের জায়গায় বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ধ্বংসস্তপের দিকে তাকিয়ে স্বপ্ন ভঙ্গের আহাজারি।
ঈদে বেশি বিক্রি হবে এই আশায় ধার দেনা করেই গার্মেন্টস সামগ্রী মজুদ করেছেন অনেকে। সব পুড়ে…. মিশে গেছে ধূসর রংয়ে।
কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে ঈদের আগেই অস্থায়ী মার্কেট নির্মাণে সরকার ও সিটি করপোরেশন কাছে দাবি জানান নি:স্ব ব্যবসায়ীরা।
এদিকে, পুর্নবাসনে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বাদ না পড়ে, সেজন্যে ৬টি মার্কেটের ব্যবসায়ীদের তালিকা প্রনয়ণ করছে সমিতির নেতারা।
সকালে, ঘটনাস্থল পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। জানান, ঈদের আগেই অস্থায়ীভাবে খুলে দেয়া বঙ্গবাজার। বঙ্গ মার্কেটের ব্যবসায়ীরা মামলা প্রত্যাহার করে নিলে নতুন করে মার্কেট নির্মাণের কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেতে রোববারের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা সিটি করপোরেশনে জমা দিতে মার্কেট কমিটি বলা হয়েছে।