ঈদের আগে ও পরের ৭দিন দেশের সব ফ্লাইওভার ও আন্ডারপাসের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ
- আপডেট সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরের ৭দিন দেশের সব ফ্লাইওভার ও আন্ডারপাসের চলমান নির্মাণ কাজ জনস্বার্থে বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক ও জনপথ অধিদপ্তরে ঈদকে সামনে রেখে দেশের সড়ক-মহাসড়কের পরিস্থিতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন।
সরকার ইতোমধ্যে ঈদে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রত্যেক জোন,সার্কেল ও বিভাগকে সক্রিয় থাকতে হবে যাতে সড়ক-মহাসড়কের উপর বা পাশে পশুরহাট না বসে। এ বিষয়ে জেলা ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করার নির্দেশ দেন তিনি। সেতুমন্ত্রী ঈদে গ্রামমুখো মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেন, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করতে হবে। ঢাকার প্রবেশদ্বারে অসংখ্য গার্মেন্টস থাকায় ঘরমুখো মানুষের প্রচন্ড চাপ তৈরি হবে তাই স্বাস্থ্যবিধি মেনে আইনপ্রয়োগকারী সংস্থা ও বিজিএমইএর সাথে সমন্বয় করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীদের নির্দেশ দেন মন্ত্রী।