ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি ও বেতন পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি কাদেরের আহ্বান
- আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে তৈরি পোশাক ও অন্যান্য শিল্পে ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি ও বেতন পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনার এ সংকটকালে বিএনপি নেতাদের ভুমিকার সমালোচনা করেছেন।
সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ঈদুল আযহার আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে ছুটি দেয়ার আহ্বান জানান তিনি।
ঈদ উল আযহার তিনদিন আগে থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহি ট্রাক,কাভার্ডভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি।
দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান ও বন্যহাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারকে সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, জনগনের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতারা আইসোলেশনে থেকে সরকারের দোষ খুঁজে বেড়াচ্ছেন।
দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার অনুরোধ আওয়ামী লীগের এ শীর্ষ দুই নেতা।