ঈদের আগে রাজশাহীতে শুরু হয়েছে দ্বিতীয় দফায় লকডাউন
- আপডেট সময় : ০৫:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঈদের আগে করোনা সতর্কতায় রাজশাহীতে শুরু হয়েছে দ্বিতীয় দফায় লকডাউন। ফের বন্ধ করে দেয়া হয়েছে মার্কেটসহ দোকানপাট। সীমিত করা হয়েছে সাধারণ মানুষের চলাচলও। রাস্তাঘাট ফাঁকা রাখতে সক্রিয় হয়েছে সেনাবাহিনী।
প্রায় দেড় মাস বন্ধের পর শর্তসাপেক্ষে মার্কেট ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছিল।কথা ছিল, স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরত্ব মেনে কেনাকাটা করতে হবে। কিন্তু রাজশাহীতে মার্কেট খোলার পর কথা রাখেন নি ক্রেতা-বিক্রেতারা। ফলে করোনা আতঙ্কে দ্বিতীয় দফায় নগরীসহ সকল উপজেলায় মার্কেট ও দোকান বন্ধের নির্দেশ দেয় জেলা প্রশাসন।এরপরও যেন হুমড়ি খেয়ে পড়ছে মানুষ।
মঙ্গলবার সকাল নগরীর প্রবেশপথ ও মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া নানা অজুহাতে যারা ঘর থেকে বেরিয়েছেন তাদের ফিরিয়ে দেয়া হয়। যদিও অনেক ব্যবসায়ীর দাবি, পেটের দায়ে বাধ্য হচ্ছেন দোকান খুলতে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ২৪টি ভ্রাম্যমান আদালত।
এদিকে নগরীতে প্রবেশ এবং বের হওয়াতে নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।