ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বেড়েছে ভীড়
- আপডেট সময় : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বেড়েছে ভীড়। পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন অধিকাংশ মানুষ। তবে, প্রতিবারের মতো এবারও বাসের টিকিট পাওয়া নিয়ে নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। এদিকে, অতীতের যেকোন সময়ের চেয়ে সড়কের অবস্থা ভাল বলে দাবি করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার।
রাজধানী ঢাকায় কর্মজীবী মানুষের তিন ভাগের অন্তত দু’ভাগই অভ্যন্তরীণ অভিবাসী। দেশে বৈষম্য বাড়ায় এরা জীবন-জীবিকার প্রয়োজনে ঢাকার মতো বড় শহরে আয় করতে বাধ্য হয়ে বসবাস করলেও, ব্যয় করতে ছোটেন ছোটো শহরে–যেখানে থাকেন তাদের পরিবার-পরিজন। ঈদের বন্ধে তাই এই কর্মজীবী মানুষেরা রাজধানী ছেড়ে ফিরছেন গ্রামের বাড়ী।
ঈদ উৎসব পরিবার-পরিজনের সাথে পালনের উদ্দেশ্যে এরই মধ্যে ঢাকা ছাড়তে বাস কাউন্টারগুলোতে জমে উঠেছে যাত্রীদের ভীড়।
যাত্রীরা বলছেন, বাড়তি ভাড়ার সাথে নির্ধারিত সময়ে গাড়ী ছাড়ার কথা থাকলেও বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা।
তবে, কাউন্টার ম্যানেজাররা বলছেন, এবার ঈদে লম্বা ছুটি থাকায় অনেকে ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন, তাই যাত্রীচাপ কিছুটা কম।
শুক্রবার সকালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করতে গাবতলী বাস টার্মিনালে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, যার যার দায়িত্ব শৃঙ্খলার সাথে ঠিকভাবে পালন করলেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হবে।
এদিকে, মহাসড়ক ও ফেরিতে যানবাহনের চাপ বাড়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে যানজট, কমছে গতি। ঈদ যাত্রাকে স্বাভাবিক করতে দেশে বৈষম্য কমিয়ে সংশ্লিষ্টরা অর্থনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা ঘরমুখো মানুষের।