ঈদের ছুটি শেষেও সিলেটে পর্যটকের ঢল
- আপডেট সময় : ০৬:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষেও পর্যটকের ঢল নেমেছে সিলেটে। চা-বাগান, জাফলং, সাদাপাথরে ঈদের দিন থেকেই ভিড় করেন পর্যটকরা। করোনা ও গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। পর্যটকদের নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। বর্ষাকেন্দ্রিক সিলেটে জল, পাথর আবার পাহাড়ের সৌন্দর্য্যে মুগ্ধ পর্যটকরা।
প্রকৃতি কন্যা জাফলং, সবুজের লীলাভূমি চা-বাগান আর পাহাড়-পাথর-পানির সাদাপাথরে ঈদের দিন থেকেই পর্যটকের ঢল সিলেটে। ঈদের পরদিন বৃষ্টিও থামাতে পারেনি পর্যটকদের। প্রতিদিন দেড়লাখের বেশি মানুষের সমাগম ঘটছে। বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পর্যটকদের এমন আগমনে ২/৩ বছরের ক্ষতি কাটিয়ে উঠতে আশাবাদী ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে হোটেল-মোটেলগুলো নানা প্যাকেজ ঘোষণা
করেছে।
এদিকে.. পর্যটকদের নিরাপত্তায় সীমান্তবর্তী সব পর্যটন কেন্দ্রে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। পর্যটকরা যতক্ষণ, পর্যটন কেন্দ্রে থাকবেন- ততক্ষণ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিয়ে যাবে। পর্যটন সংশ্লিষ্টরাও পর্যটকদের সুবিধা নিশ্চিতে কাজ করছে। যাতে সিলেটে বেড়াতে যাওয়া পর্যটকরা বার বার সিলেটমুখী হন। ঈদের ছুটিতে আবারো ঘুরে দাঁড়াবে সিলেটের পর্যটন শিল্প এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।