ঈদের ছুটি শেষে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
- আপডেট সময় : ০৩:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষ হওয়ায় ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাস-লঞ্চ-ট্রেনে করে ফিরছেন তারা। যাত্রীচাপ কম থাকায় সবাই স্বস্তিতে ঢাকা ফিরে কর্মস্থলে যোগ দিচ্ছেন। তবে বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
জীবিকার তাগিদে গ্রামের স্বজনদের ছেড়ে আবার ইট-পাথরের নগরীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ নোঙর করতে থাকে সদরঘাটে। রাজধানীতে ফেরেন নানা শ্রেনী-পেশার মানুষ। তারা স্বস্তিতে এ বছর ফিরতে পেরে শুকরিয়া জানান।
তিন বাস টার্মিনালে দূরপাল্লার গণপরিবহনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কমলাপুর রেল স্টেশনেও রয়েছে যাত্রীচাপ। ভোর থেকেই ঢাকায় ফিরছেন তারা। এদিকে ঈদের চতুর্থ দিনেও ছিল ঘরমুখো মানুষের যাত্রা। বাস, লঞ্চ, ট্রেনে করে সপরিবারে বাড়ি যান অনেকেই।