ঈদের তৃতীয় দিনেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিনাঞ্চলমুখী যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঈদের তৃতীয় দিনেও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দক্ষিনাঞ্চলমুখী যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে।
সকাল থেকে পদ্মা সেতুর দক্ষিণপ্রান্ত থেকে অসংখ্য যানবাহন আসতে দেখা গেছে। এদিকে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার যানবাহনের মধ্যে ব্যাক্তিগত গাড়ির সংখ্যাই বেশী। পদ্মা সেতুর তত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল হোসেন জানায়, অনেকেই ঢাকা ঈদ করে পরদিন গ্রামের বাড়িতে গিয়েছে। তাই গতকাল মাওয়া টোল প্লাজাতে গাড়ীর চাপ ছিলো। সেই চাপ রাত ৮টা পর্যন্ত ছিলো। গেল ২৪ ঘন্টায় ৩২ হাজার ৪শ’ ৪০টি যানবাহন পারাপার করা হয়েছে পদ্মা সেতু দিয়ে। আর টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪শ’ টাকা।