ঈদের দ্বিতীয় দিনেও থামেনি, ঘরমুখো মানুষের স্রোত
- আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনেও বাস-ট্রেনে ঘরমুখো মানুষের ঢল থামেনি। মানুষের কোলাহলে সকাল থেকেই মুখর কমলাপুর রেলস্টেশন। একই অবস্থা রাজধানীর বাস টার্মিনালে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন সবাই নাড়ীর টানে।
ঈদের আগের ঝক্কি ঝমেলার কারণে, অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন বাড়ি ফিরতে। তাইতো রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের এমন ভিড়। এবারের ঈদ যাত্রায় সড়কে তেমন যানজট নেই বলে জানান চালক ও পরিবহণ সংশ্লিষ্টরা। ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। তাইতো ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
কাজ থাকায় ঈদের আগে যারা যেতে পারেনি কিংবা অগ্রিম টিকিট পাননি; তারাই ঈদের পর দিন বেছে নিয়ে, ছুটছেন আপন গন্তব্যে। ঈদের আগের তুলনায় ভিড় কম থাকায়, স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সবগুলো ট্রেনই সঠিক সময়ে স্টেশন ছেড়েছে বলে জানান রেল কতৃপক্ষ। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে টিকিট ও স্ট্যান্ডিং টিকিট মিলে ৬০ হাজারের অধিক যাত্রী ঢাকা ছাড়ছেন।