ঈদের পর রাজধানীর বাজারের বেড়েছে আদা ও কাঁচা মরিচের দাম
- আপডেট সময় : ০৩:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ঈদের পর রাজধানীর বাজারের বেড়েছে আদা ও কাঁচা মরিচের দাম। আর চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ব্যবসায়ীদের দাবি, বন্যা এবং ভারী বৃষ্টির কারণে সারাদেশে সবজি নস্ট হওয়ায় দাম বেশী । এদিকে বাজারে ইলিশের আমদানি বেশি হওয়ায় দামও সহনীয়।
রাজধানীর বাজার অনেকটা ক্রেতাশূন্য ঈদের পর। বাজারে আদা ৬০ টাকা বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ২ শো টাকা, কাঁচা মরিচ ২ শ টাকা, টমেটো ১২০ টাকা। করলা বেগুন পটলসহ সব ধরনের সবজি কেজি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । ব্যবসায়ীরা জানান,বন্যা এবং ভারী বৃষ্টিপাতের কারণে সারাদেশে সবজির উৎপাদন কমে গেছে।
৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা হালিতেও পাওয়া যাচ্ছে ইলিশ। আর অন্য মাছের আমদানি যথেষ্ট এবং নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে । কিন্ত দাম নাগলের বাইরে । এতে ক্ষুব্ধ ক্রেতারা। ছোট বড় মাছের দাম ৪০ থেকে ৫০ টাকা কেজিতে কম-দাবি ব্যাবসায়ীদের ।
কোরবানি ঈদের ২ সপ্তা পেরিয়ে গেলেও মাংসের বাজারে নেই মানুষের ভিড় ,সিটি করপোরেশনের বেধেঁ দেয়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস । চালের বাজার গত সপ্তার দামে বিক্রি হলেও,স্থিতিশীল নিত্যপ্রয়োজনী মুদিপণ্যের বাজার ।