ঈদে বাড়ি ফিরতে মানিকগঞ্জের পাটুরিয়া এবং মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ভিড়
- আপডেট সময় : ০২:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত ব্যবস্থায় ঈদে বাড়ি ফিরতে মানিকগঞ্জের পাটুরিয়া এবং মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ভিড় বেড়েছে ঘরমুখো মানুষের।
পুলিশ জানায়, মানিকগঞ্জের পাটুরিয়ায় – দৌলতদিয়ায় যনবাহনের চাপ না থাকলেও ঘরমোখু মানুষের ভিড় বেড়েছে।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১টি জেলার যাত্রীরা সকাল থেকেই ব্যক্তিগতভাবে বিভিন্ন বাহনে পাটুরিয়া ঘাটে ভিড় করেন। গণ পরিবহন বন্ধ থাকায় পায়ে হেটে, ভ্যান, রিক্সায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্য ছুটছেন তারা । বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, ৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি ঘাটে ভিড়লেই ঈদ ঘরমুখো মানুষ ফেরিতে উঠে পড়ছে।
করোনা ও বৈরি আবহাওয়ার কারণে গত দুদিন শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর গতকাল রাত থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। তাই সকাল থেকে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করে শিমুলিয়া । এই নৌ-রুটে ১৩ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। দিন যতোই গড়াচ্ছে যাত্রীদের চাপ ততোই বাড়ছে বলে জানিয়েছে ঘাট কৃর্তপক্ষ।