ঈদ আনন্দ নেই গাইবান্ধার বির্স্তীন চরাঞ্চলের মানুষের মাঝে
- আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ঈদ আনন্দ নেই গাইবান্ধার বির্স্তীন চরাঞ্চলের মানুষের মাঝে। রোজগার ছাড়া অতিকষ্টে গোটা রমজান পার করলেও ঈদ নিয়ে পড়েছেন বিপাকে। নতুন কাপড় ও ভালো মন্দ খাবার জোগার তো দূরের কথা প্রতিদিনের দুই বেলা ভাতের ব্যবস্থা করাই কঠিন হয়ে পড়েছে।
কয়েক দফা নদী ভাঙ্গনের পর এখন ঘুরে দাড়াতে হিমসিম খাচ্ছে সুন্দরগঞ্জে চরাঞ্জলের মানুষজন। তার উপর আবার কষ্টেশিষ্টে গোটা রমজান পার করলেও ইদ নিয়ে পড়েছেন বিপাকে অনেকে ঘরে নেই খাবার পড়নে জোটাতে পারেনি ভাল পোশাক।
এক সময় যারা স্বচ্ছল দিন কাটাতেন তারা কিন্তু সমায়ের সাথে তারা এখন পথের মানুষ। এই ইউনিয়নে ১২ হাজার মানুষের বসবাস। যাদের অধিকাংশই নদীভাঙগনে বিলীন হয়েছে ঘর বাড়ি। একদিকে দ্রব্য মূল্যর উদ্ধগতি অন্যদিকে নদীঙ্ভনে মানুষগুলোর মাঝে ইদের আনন্দ নেই।
এদিকে চরাঞ্জলে মানুষের ইদের আনন্দ ভাগাভাগি করাতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় এমপি ।
ইদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় এই মানুষগুলো পাশে সরকারী বেসরকারী প্রতিষ্টান এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সবার।