ঈদ উপলক্ষে যাত্রীদের উপচে পড়া ভিড় চট্টগ্রাম রেলস্টেশনে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ১৮০৯ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় এখন চট্টগ্রাম রেলস্টেশনে। সকাল থেকে ট্রেনের আশায় প্রতিটি প্লাটফর্মে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে যাওয়া মানুষেরা।
রেল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে সিট ক্যাপাসিটির বাইরে স্ট্যান্ডিং টিকিটও বিক্রি করা হচ্ছে। যেসব যাত্রী আগে থেকে টিকিট সংগ্রহ করতে পারেননি তারা স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে কিংবা বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে যাচ্ছেন। যাত্রীর চাপ সামলাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পাশাপাশি আজ থেকে চারটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। সকাল থেকে সব ক’টি ট্রেন নির্দিষ্ট সময় প্লাটফর্ম ছেড়ে গেলেও সিডিউল বিপর্যয় ঘটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের। সকাল সোয়া ৯টার নির্ধারিত ট্রেন দুপুর ১২টায়ও ছাড়তে পারেনি। ফলে এই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।