ঈদ উপহারে তেত্রিশ হাজার গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
ঈদ উপহার হিসেবে প্রায় ৩৩ হাজার গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দেশের চার উপজেলার সাথে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে ঘর উপহার কার্যক্রম উদ্ধোধন করেন তিনি। বলেন, ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই এ সরকারের লক্ষ্য। অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়টি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সারাদেশের প্রায় ৮ লাখ ছিন্নমূল মানুষ ঘর পাবেন জানান প্রধানমন্ত্রী।
দীর্ঘদিনের ভাসমান জীবনের অবসান ঘটিয়ে নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন ভূমি ও গৃহহীন পরিবারগুলো। নিজের বাড়িতে প্রথম ঈদ… তাঁদের জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করতে যাচ্ছে।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের একটি মানুষও যেন ভূমি ও গৃহহীন না থাকে, তা ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই ধারাবাহিকতায় সরকারের চলমান আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় আরো ৩২ হাজার ৯০৪টি বাড়ি ভূমি ও গৃহহীনদের হাতে তুলে দেওয়া হয়েছে। সকালে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে এ বাড়িগুলো হস্তান্তর করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী কোন সরকারই দুস্থদের জন্য কাজ করেনি।
সমাজের ছিন্নমূল ও অনাগ্রসর মানুষে ভাগ্য পরিবর্তই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য বলে জানান সরকার প্রধান।
বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে দু:খী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। অন্য দিকে গুটিকয়েক লোক দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।