ঈদ-উল-আজহার দ্বিতীয় দিনেও ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানী
- আপডেট সময় : ০১:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ঈদ-উল-আজহার দ্বিতীয় দিনও সারাদেশে চলছে পশু কোরবানি। সকালে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও প্রধান সড়কে পশু কোরবানি দিতে দেখা যায় অনেককে। ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও পরে আরো দু’ দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করা যায়। এই বিধানের আলোকে দ্বিতীয় দিন পশু কোরবানি করেন নগরবাসীর অনেকেই।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভে ঈদ-উল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারাদেশেই চলছে পশু কোরবানী। কাজের চাপ এবং কসাইয়ের অভাবে ঈদের দিন যারা পশু জবাই দিতে পারেননি, তারাই আজ কোরবানি দিচ্ছেন। বিধান থাকলেও ঈদের দ্বিতীয় অথবা তৃতীয় কোরবানি দেয়ার রেয়াজ অনেকের পারিবারিক ঐতিহ্যও।
দ্বিতীয় দিনে পুরোনো ঢাকায় কোরবানির সংখ্যা বেশি হলেও রাজধানীর অন্যান্য এলাকায়ও দেখা গেছে কোরবানির ব্যস্ততা।
কসাইরা বলছেন, তাদের ব্যস্ততা আজকেও কম নয়। সব কিছুর দাম বৃদ্ধির কারণে পারিশ্রমিক বাড়ানোর দাবিও জানান তারা।
বর্জ নিষ্কাষণ ব্যবস্থায় সন্তুষ্টির কথা জানিয়ে এই জনপ্রতিনিধি বললেন, সাধারণ মানুষের সচেতনতা বাড়লে শহর পরিষ্কার রাখতে কষ্ট কম হবে।
পশু কোরবানির মাধ্যেম মনের পশুরও কোরবানী হোক সবার, ত্যাগের মহিমা উদ্ভাসিত হোক সর্বত্র।