ঈদ যাত্রায় ৮ হাজার কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
এবারের ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রায় ৮ হাজার কোটি টাকার বেশি ভাড়া আদায় হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা। অতিরিক্ত এই অর্থ আদায়ে একটি মহলের সিন্ডিকেট সক্রিয় বলেও জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না উল্লেখ করে মোজাম্মেল হক আরো বলেন, এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তারা মন্ত্রণালয় বা মন্ত্রীর কথাও আমলে নিচ্ছে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।