ঈদ শেষে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য
- আপডেট সময় : ০১:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঈদ শেষে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ইট পাথরের নগরী আবারও ফিরেছে পুরনো চেহারায়। রাজধানীর প্রধান সড়কসহ প্রতিটি অলি-গলিতে ছিল যানবাহনের চাপ ও কর্মব্যস্ত মানুষের চলাচল।
ঈদের ছুটিতে ঢাকা মহানগর যেন অচেনা শহরে পরিণত হয়। সপ্তাহজুড়ে রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। দীর্ঘ ছুটির পর যানজট এবং কর্মব্যস্ত মানুষের কোলাহলে স্বরূপে ফিরেছে তিলোত্তমা ঢাকা।
পেশাজীবীরা ছুটেছেন নিজ নিজ কর্মস্থলে। বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। যানজটের বাড়তে শুরু করেছে বিভিন্ন সড়কে।
গাড়ির চাপ থাকলেও আগের সেই তীব্র যানজটের সৃষ্টি হয়নি এখনও। তবে প্রতিটি সড়ক ক্রমশ ফিরে পাচ্ছে চিরচেনা রুপ।
বিভিন্ন রাস্তার সিগনালে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি চালকদের। রোববার থেকে শহরে যানজট সৃষ্টি হবে বলে মনে করছেন চালকরা।
সড়কে সড়কে যানবাহনের চাপ বাড়লেও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি বলে জানান ট্রাফিক পুলিশ।
রিকশা, সিএনজিচালিত অটোরিক্সা, মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন চলাচল করছে ঢাকা মহানগরে।