ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে মসলার দাম
- আপডেট সময় : ০৩:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে রাজধানীর বাজারে বেড়েছে মসলার দাম। সাদা এলাচ ও দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ২ থেকে ৪ শ’ টাকা বেশিতে ।নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও বাড়তিতে মুরগী ও খাসির মাংসের দাম । আর এক সপ্তার ব্যবধানে বেড়েছে সব ধরনের মাছের দাম।তবে সেমাই চিনিসহ অন্য মুদিপণ্যের ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা।
লকডাউনে মানুষ বাজারমুখী না হওয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো বেড়েছে কিছু মসলার দাম । দাম কমেছে পেঁয়াজ আদা ও রসুনের। সয়াবিন লিটারে ১ শ টাকা বিক্রি হলেও দিকে ঈদে উপলক্ষে সেমাই চিনি, তেমন বেচাকেনা না হওয়ায় হত্যাশ ব্যসায়ীরা ।
কাচাঁ সবজি সহনীয় থাকলেও এক সপ্তা ব্যবধানের আমদানি কমের অজুহাতে বেড়েছে মাছের দাম ।
ঈদের ১০/১১ দিন থাকলেও নানা অজুহাতে বেড়েছে সব ধরণের মাংসের দাম, ব্রায়লার মুরগী কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বেড়ে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬ শ টাকা বিক্রি হলেও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯ শ’ থেকে সাড়ে ৯ শ’ টাকা কেজি দরে ।
করোনা মোকাবিলায় টানা ছুটিতে বাজারে মানুষের তেমন সাড়া না মিললেও সামনে বেচাকেনা ভাল হবে বলে আশা ব্যবসায়ীদের ।