ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম হত্যা মামলায় আসামি রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১১ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি ঈশ্বরদী নতুন হাট এলাকায় জগলু শাহর শিশু পুত্র রহিমকে ডাকে আসাদুল মেকারের ছেলে রাসেলকে। মানিকনগরের একটি লিচু বাগানে ঘাস কাটার কথা বলে নিয়ে যায়। সেখানে রাসেলকে নির্যাতনের পর কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত রহিমের বাবা একই বছরের ২৫ ফেব্রুয়ারি ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। রাসেলকে গ্রেফতার করা হলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় সে। অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।