উইঘুর মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছে হংকং-এর বিক্ষোভকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৬১০ বার পড়া হয়েছে
চীনের জিনজিয়াং প্রদেশে নির্যাতিত উইঘুর মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছে হংকং-এর বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় রোববার বিশাল এক শান্তিপূর্ণ বিক্ষোভে তারা এ সংহতি প্রকাশ করে। বিক্ষোভে তরুণদের পাশাপাশি বয়স্করাও অংশ নেয়। অনেকে উইঘুরদের পতাকা উত্তোলন করেন। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ। সম্প্রতি চীনের বন্দিশিবির কেন্দ্রগুলোতে লাখ লাখ মুসলিমের বিশ্বাস বদলে দেওয়ার চেষ্টার নথি ফাঁস হয়েছে। সেখানে প্রবেশের ব্যাপারে বিদেশি মিডিয়ার ওপর রয়েছে কঠোর বিধিনিষেধ। জাতিসংঘ জানায়, জিনজিয়াং-এর বিভিন্ন বন্দিশিবিরে অন্তত ১০ লাখ মুসলিমকে আটক করে রেখেছে চীন। তবে চীন বরাবরই মুসলিমদের গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে আসছে।