উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের মাদ্রাসায় ছয় খুনের ঘটনায় ১০ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কক্সবাজাররে উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গাদের একটি মাদ্রাসায় ছয় খুনের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে ক্যাম্পের বাসিন্দাদের নিরাপত্তা।
পুলিশ ও আমর্ড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।মুজিবুর রহমানের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫ জনরে নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২৭৫ জনকে আসামি করে শনিবার রাতে উখিয়া থানায় মামলা দায়ের হয়েছে।