উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ায় একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন
- আপডেট সময় : ০৮:৩৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ায় একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। কোনোরকম জায়গা না ছেড়ে ফুটপাত ও জনপথ ঘেঁষে স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। এ নিয়ে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এ ব্যাপারে এখনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে শহরবাসী।
মফস্বলের চিরচেনা মধ্যবিত্ত চেহারার কুষ্টিয়া শহর এখন, নানা উচ্চতা ও নকশার স্থাপনায় ভরে গেছে। কিন্তু, এর বেশিরভাগই নিয়ম মেনে করা হয়নি। ফুটপাত, রাস্তা, এমনকি পাশের ভবন থেকেও ঝুঁকিমুক্ত দূরুত্ব রক্ষা করছেনা। এতে দুর্ঘটনার আশংকা করছে শহরবাসী।
শহরের বাবর আলী গেট মোড়, পৌর ভবনের সামনে ও কোর্ট পাড়ায় ফুটপাত-রাস্তা ও অন্যের জমি দখল করে ১০ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও মানছে না বলে অভিযোগ করছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
শহরে অন্তত ১০টি ভবনের বিরুদ্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে জানায়, এই আইনজীবী।
দু’মাস আগে এসব ভবনের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছেন বলে জানান, পৌর মেয়র।
এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে উল্লেখ করে জেলা প্রশাসক জানান, খুব শিগগিরি ব্যবস্থা নেবেন।
কুষ্টিয়া শহরের সরু রাস্তা প্রসারিত হয়নি। উল্টো রাস্তা ঘেঁষে, ফুটপাত দখল করে বহুতল ভবন, মার্কেট নির্মাণ হচ্ছে।